শাল্লা ( সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রেসক্লাবের এই প্রথম বারের মত আনুষ্ঠানিিকভাবে নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে, ১৬ মার্চ বুধবার উপজেলা গণমিলনায়তনে দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে উপজেলার ১৯ জন সংবাদকর্মী ভোটাধিকার প্রয়োগ করবেন।
পুর্বের সকল ভেদাভেদ ভুলে গিয়ে আনন্দঘন পরিবেশে নির্বাচনে সভাপতি পদে অংশ গ্রহণ করেন দৈনিক মানবজমিন ও দৈনিক সুনামগঞ্জের খবরের ষ্টাফ রিপোর্টার পি সি দাস পীযূষ, দৈনিক তরুন কন্ঠের শাল্লা প্রতিনিধি বকুল আহমেদ তালুকদার, দৈনিক জনবানী পত্রিকার শাল্লা উপজেলা প্রতিনিধি বাদল চন্দ্র দাস। সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের পত্রিকার শাল্লা উপজেলা প্রতিনিধি বিপ্লব রায়, দৈনিক বিজয়ের কণ্ঠের শাল্লা উপজেলা প্রতিনিধি দেলুয়ার হোসেন। কোষাধ্যক্ষ পদে দৈনিক আজকালের খবরের শাল্লা উপজেলা প্রতিনিধি বদরুজ্জামান, দৈনিক জৈন্তাবার্তার শাল্লা উপজেলা প্রতিনিধি আমির হোসাইন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাশ মিল্টন ও শাহীদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল। নির্বাচন সমন্বয়ক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার দাস।
আপনার মতামত লিখুন :