হবিগঞ্জে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে প্রাণ গেল যুবকের


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২২, ১১:৪৮ অপরাহ্ন /
হবিগঞ্জে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে প্রাণ গেল যুবকের

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎষ্ট হয়ে আয়াত আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত আয়াত আলী শহরতলীর বড় বহুলা গ্রামের মকবুল হোসেনের পুত্র।

সোমবার(১৪) দুপুরে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শন (এসআই) নাজমুল হাসান জানান, হবিগঞ্জ-নসরতপুর বাইপাস সড়কের বহুলা এলাকায় পল্লী বিদ্যুতের একটি লাইন ছিঁড়ে তার রাস্তায় পড়ে যায়। আয়াত আলী নামে এক ব্যক্তি ওই তারে জড়িয়ে মারা যান। তিনি আরো বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে পুলিশ যায়। পরে সেখানে উত্তেজিত জনতাকে শান্ত করে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়কের যানচলাল স্বাভাবিক করা হয়।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।