কমলগঞ্জে অবৈধভাবে ভোজ্য তেল মজুদের দায়ে জরিমানা
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২২, ১২:১৬ পূর্বাহ্ন /
০
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
অবৈধভাবে ভোজ্যতেল মজুদের দায়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুর ২টায় উপজেলার ভানুগাছ বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশেকুল হক।
অভিযানকালে ভানুগাছ বাজারের একটি দোকানের গোডাউনে অবৈধভাবে ৩ হাজার লিটার ভোজ্যতেল মজুদের দায়ে সুসনঞ্জিত নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা আশেকুল হক অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, যারা ভোজ্যতেলের সিন্ডিকেট করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :