ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি বড়লেখার বিভিন্ন এলাকা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ৯, ২০২২, ১১:২৯ অপরাহ্ন /
ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি বড়লেখার বিভিন্ন এলাকা

মাহমুদ হাসান, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি::

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়ন সহ আশপাশের বিভিন্ন স্থান পরিবেশ দূষণের ভয়াবহ কবলে।

বেশ কয়েকদিন থেকে বড়লেখা শহরের সমস্ত ময়লা আবর্জনা দাসের বাজার রোড সংলগ্ন গাজিটেকা, গুলশা রোডের দুই পাশ ও বড়লেখা বারইগ্রামের রেললাইন সংলগ্ন এরিয়ায় পরে আছে। যা দিন দিন পরিবেশ দূষণই করে যাচ্ছে। মাস্ক পরেও রেহাই মিলছে না ময়লা আবর্জনার দুর্গন্ধ থেকে। স্থানীয়দের অভিযোগ দ্রুত ময়লা আবর্জনা গুলো শহরের বাইরে কোথাও নির্দিষ্ট স্থানে সরিয়ে নেয়া, যাতে করে ময়লা আবর্জনাগুলো পরিবেশ দূষণ না করে।

সরজমিনে ঐসব স্থানে গিয়ে দেখা যায়, বড়লেখা শহরের সমস্ত ময়লা আবর্জনা রাস্তার দুই পাশে স্তুপ আকারে পরে রয়েছে। এতে বিশেষকরে পথচারী, স্কুল কলেজের শিক্ষার্থী-শিক্ষকবৃন্দ ও সাধারণ মানুষের চলাচলে দূর্ভূগে পরতে হচ্ছে।

স্থানিয় বাসিন্দা আব্দুল মালিক জানান, এই আবর্জনা থেকে প্রতিনিয়ত দূর্গন্ধ ছড়াচ্ছে। আমরা মেয়র সহ এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গের দৃষ্টি আকর্ষন করছি যাতে করে দ্রুত ময়লা আবর্জনাগুলো সরিয়ে নেওয়া যায়।

বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব, তাজ উদ্দিন জানান, আমাদের কাছে ইতোমধ্যে শাহবাজপুর, সুড়িকান্দি,তালিমপুর,গাজিটেকা সহ বেশ কয়েক জায়গার মানুষ এই বিষয়ে অভিযোগ করেছেন। আমরা খুব শিগ্রই এর ব্যবস্তা নেবো।

তাছাড়া বড়লেখা শহরের ডাস্টবিনগুলোতে প্রতিদিন যে হারে নিত্যনতুন আবর্জনার স্তুপ তৈরি হচ্ছে যার মূল কেন্দ্রবিন্দু হতে চলেছে রাস্তার দুই পাশে।