চুনারুঘাটে ৫৪ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ৭, ২০২২, ৯:২৯ অপরাহ্ন /
চুনারুঘাটে ৫৪ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে র‌্যাব ৫৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

রোববার (৬ মার্চ) র‌্যাব-৯, সিপিসি-১, (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) হবিগঞ্জের একটি দল ৩ নম্বর দেওরগাছ ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত নোহা গাড়ি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আকতার হোসেন (২৬) ও মো. আশ্রব আলী (২৬)।

সোমবার (৭ মার্চ) র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চুনারুঘাট থানায় মামলা করা হয়েছে