ছাতকে নদীতে গোসল করতে গিয়ে দুই বোনের মর্মান্তিক মৃত্যু


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ৭, ২০২২, ৯:২৫ অপরাহ্ন /
ছাতকে নদীতে গোসল করতে গিয়ে দুই বোনের মর্মান্তিক মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতর উপজেলার বটের খাল নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের পাশে বটের খাল নদীতে এ হতাহতের ঘটনাটি ঘটে। এই দুই বোনের করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত দুই বোন কৃষ্ণনগর গ্রামের নজরুল ইসলামের কন্যা শিশু নাহিদা বেগম ও সুমাইয়া বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনীর ছাত্রী নাহিদা বেগম ও দ্বিতীয় শ্রেনীর ছাত্রী সুমাইয়া বেগম। তারা আপন দুই বোন। বিদ্যালয়টি ছুটির পর দুই বোন বাড়িতে ফিরে আসে। বই খাতা ঘরে রেখেই গোসল করতে নদীর পানিতে চলে যায় তারা। দুই বোন সাঁতার কাটতে না জানায় একজন অপরজনকে জড়িয়ে ধরে নদীর পানিতে তলিয়ে যায়। নদীর ওপর থেকে আশে পাশের লোকজন এসে নদীর পানিতে ডুবিয়ে যাওয়া দুই বোনকে উদ্ধার করে। উদ্ধার করার পর দুজনের মৃত্যু হয় বলে জানা গেছে। এ ব্যাপারে ছাতক থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।