বড়লেখায় উপজেলা প্রশাসনের উদ্দোগে ৭ই মার্চ পালিত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ৭, ২০২২, ৮:৫৭ অপরাহ্ন /
বড়লেখায় উপজেলা প্রশাসনের উদ্দোগে ৭ই মার্চ পালিত

মাহমুদ হাসান, বড়লেখা প্রতিনিধি::

মৌলভীবাজারের বড়লেখায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সোমবার ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে।

সকাল সাড়ে ন’টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

ইউএনও খন্দকার মুদাচ্ছের বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, সহকারি কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত প্রমুখ।