তেঁতুলিয়ায় রনচন্ডি জামেমসজিদের এক মুয়াজ্জিনের ঝুলন্ত লাষ উদ্ধার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ৫, ২০২২, ১২:৩১ পূর্বাহ্ন /
তেঁতুলিয়ায় রনচন্ডি  জামেমসজিদের এক মুয়াজ্জিনের ঝুলন্ত লাষ উদ্ধার

খাদেমুল ইসলাম তেতুলিয়া প্রতিনিধি

তেঁতুলিয়ায় ফাঁস লাগিয়ে লোকমদ্দীন(৬০) নামের এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। শুক্রবার ৪ মার্চ সকালে উপজেলার ৩নং তেতুলিয়া ইউনিয়নের রনচন্ডি গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত লোকোমদ্দীন বর্তমানে রনচন্ডি বাজারে জামেমসজিদের মুয়াজ্জিন এবং ঠাকুরগাঁও ভুল্লি জারিভাংগা গ্রামের পিতা মৃত আলী হোসেনের পুত্র। বাড়িতে থেকে– রাগ করে আসছিলেন গত ৩ বছর আগে, মসজিদের খাদেম হিসেবে খেজমত করে ভিতরে থাকেন।

এব্যাপারে নিহতের কন্যা সন্তান মোছঃ ছালমা বেগম জানান,গত ৪ বছর থেকে– তিনি বাড়ী যান না, মৃত্যুর খবর পেয়ে বাবাকে দেখতে আসেন।

মৃত্যুর কারন কি?
টাকার শোকে আত্মহত্যা করতে পারেন বলে ধারনা করেছে পুলিশ গত ৩ তিন দিন অতিবাহিত হয়েছে তার ৩০ হাজার টাকা হারানো যায়, মর্মে তিনি মসজিদ কমিটির কাছে মৌখিক অভিযোগ করে ছিলেন,নিহত লোকমদ্দীন বলে সভাপতি নাইবুল ইসলাম জানিছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে জামায় নামাজ পড়ে, পরে লাশ ঝুলতে দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত লাশ উদ্ধার করে সুরতহাল ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি গ্রহণ করে।

এব্যাপারে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বলেন, লাশের প্রাথমিক সুরতহালের ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে। কি কারণে মারা গেছে তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।