আত্মকথন ২


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ৫, ২০২২, ১২:১৪ পূর্বাহ্ন /
আত্মকথন ২
অ আ আবীর আকাশ 
আমার কথাই বলছি যখন বলতে দ্বিধা নেই তো জমিদারের নাতি জানলে হারিয়ে যাবে খেই তো
সেই জমিদার আব্দুল মিয়া ছ’টা ছেলের সেজদা
রাখাল কৃষক চর পারাদার বুড়িয়ে রাখে মেজদা।
বাড়ির পরে আসতে মানা চর জানি লুট করে
এদোর ওদোর ফুড়ুৎ ফুড়ুৎ  চরের পথে ছুট ধরে
পাঁচটা বাকি ছেলে দাদার ঘাড়ে চেপে বড়শী বায়
বিয়ে সংসার সন্তানাদি সুখ আনন্দ পড়শি চায়।
এদিক বাবার চুল পাকলো দাঁত খসবার উপক্রম
পাড়ার কেউ দাদাক বলে ছেলেটার তো যাচ্ছে দম
বিদ্যে-শিক্ষে না করায়ে বলদ টানায় বেশ তো
আধা বুড়োর পাত্রী খুঁজে হ্যাংলা ফর্সা, কেশ তো।
অনেক চেষ্টা তদবিরেতে বউ আনলেন ঘরে
তিন ছেলের মা হওয়ার পর গেলেন তিনি মরে।
এবার বুড়োর দাঁত খসলো পা চলে না সামনে
বিশাল দাদার দৃষ্টি নেই কোথাও তার দাম নে।
অবশেষে লোকের কথায় অবুঝ শিশুর যত্নে
দাদা ফের বুড়ো ছেলেক বিয়ে দিয়ে পথ নে
সেই ঘরেতে আমরা হলাম দুই ভাই আর বোন
আমার অবুজ সময়টাতে বাবার মৃত্যু,শোন।