বোদায় সীমান্তে মালিকবিহীন ভারতীয় ৪ টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ বিজিবি)


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন /
বোদায় সীমান্তে মালিকবিহীন ভারতীয় ৪ টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ বিজিবি)

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম :

পঞ্চগড়ের বোদা উপজেলা ধামেরঘাট সীমান্তে অভিযানে ৪ লাখ টাকা মূল্যমান চারটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ বিজিবি)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে বোদা উপজেলার লাহেরীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সূত্রের তথ্যে অধিনায়ক, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)–এর নির্দেশনায় ধামেরঘাট বিওপির একটি বিশেষ টহল দল নায়েব সুবেদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৭০/১-এস সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা চারটি গরু মালিকবিহীন অবস্থায় আটক করা হয়েছে । যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা।

বিজিবির পক্ষ থেকে ঘটনা নিশ্চিত করে জানানো হয়,বোদা সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। যে কোনো মূল্যে মাদকদ্রব্যসহ সকল ধরনের চোরাচালান বন্ধে ৫৬ বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। চোরাচালানের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।