কুলাউড়ায় বাবার স্মৃতি বইয়ের মোড়ক উন্মোচন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন /
কুলাউড়ায় বাবার স্মৃতি বইয়ের মোড়ক উন্মোচন

কুলাউড়া প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় হাছনা-মমতাজ ফাউন্ডেশনের উদ্যোগে মরহুম মমতাজ আলী চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘বাবার স্মৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল সোমবার বাদ যোহর

কুলাউড়া সদর ইউনিয়নের নবীপুরী বাড়িতে এ উপলক্ষে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় মাদ্রাসার ছাত্রদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে কুলাউড়ার কবি, লেখক, কলামিস্ট ও সংগঠক এ.এফ.এম ফৌজি চৌধুরীর বাবার ২০তম মৃত্যুবার্ষিকীতপ তার অষ্টম গ্রন্থ ‘বাবার স্মৃতি’ বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

অনুষ্ঠানে কুলাউড়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ, মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন। পরে মরহুমের রুহের মাগফিরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়।