বাংলা প্রেস ক্লাব অব মিশিগানের নতুন কার্যনির্বাহী কমিটি


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১০:০৪ অপরাহ্ন /
বাংলা প্রেস ক্লাব অব মিশিগানের নতুন কার্যনির্বাহী কমিটি

সিলেট পোস্ট রিপোর্ট

বাংলা প্রেস ক্লাব অব মিশিগান, ইউএসএ-এর ২০২৫–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) ওয়ারেন সিটির রয়েল বেঙ্গল রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সদস্যদের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মানবজমিনের প্রতিনিধি ও প্রেস ক্লাবের সভাপতি হেলাল উদ্দীন রানা। পরিচালনা করেন যমুনা টিভির প্রতিনিধি ও সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌস। সভায় বিগত দিনের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌস এবং আয়–ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ জুয়েল খান।

সভায় বক্তারা গত দুই কার্যপরিষদের চার বছর ধরে সংগঠনকে ঐক্যবদ্ধ ও সঠিক নেতৃত্বের মাধ্যমে পরিচালনার জন্য সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

পরে অনুষ্ঠিত নির্বাচনে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি পার্থ সারথী দেব (প্রথম আলো, উত্তর আমেরিকা), সাধারণ সম্পাদক জুয়েল খান (নিউজ টুয়েন্টিফোর) ও কোষাধ্যক্ষ মাহমুদুল হক লিটু (বাংলা সংবাদ পত্রিকা)।

সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন সফিক রহমান, সহ-সাধারণ সম্পাদক সঞ্জয় দেব। কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন হেলাল উদ্দীন রানা, ইকবাল ফেরদৌস, ফারজানা চৌধুরী পাপড়ি, ফয়সল আহমদ মুন্না, হারান কান্তি সেন ও আহমেদ শামসুদ্দিন কুটি।

সভায় উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের অধীনে প্রেস ক্লাবের কার্যক্রম আরও প্রাণবন্ত ও গতিশীল হবে। নবগঠিত কমিটিকে মিশিগানের বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধিরা অভিনন্দন জানিয়েছেন।