কুলাউড়ার শিমুল ক্রিকেট সিরিজ খেলতে শ্রীলঙ্কায়


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৫, ৬:৪০ অপরাহ্ন /
কুলাউড়ার শিমুল ক্রিকেট সিরিজ খেলতে শ্রীলঙ্কায়

কুলাউড়া প্রতিনিধি

সিলেটের রাগীব রাবেয়া স্পোর্টস একাডেমির হয়ে শ্রীলঙ্কায় একটি ক্রিকেট সিরিজ খেলতে গেছেন মৌলভীবাজার জেলার কুলাউড়ার তরুণ ক্রিকেটার শিমুল আহমেদ।

দেশ ছাড়ার আগে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি কুলাউড়াসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। একইসাথে মৌলভীবাজার, সিলেট তথা দেশের সুনাম রক্ষায় নিজের সর্বোচ্চ দিয়ে খেলার প্রত্যয় ব্যক্ত করেন।

শুধু খেলাধুলা নয়, লেখাপড়ার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন শিমুল। তিনি কুলাউড়া ডিগ্রি কলেজের রোভার স্কাউটস সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নেন।

স্থানীয় ক্রীড়ামহল আশা করছে, শিমুলের এ সাফল্য মৌলভীবাজারের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে।