হবিগঞ্জে চা শ্রমিক খুন পিতা-পুত্র আটক


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২৫, ১০:০১ অপরাহ্ন /
হবিগঞ্জে চা শ্রমিক খুন  পিতা-পুত্র আটক

হবিগঞ্জ প্রতিনিধি ॥

হবিগঞ্জ এর বাহুবলে লিটন ভৌমিক (২২) নামের এক চা শ্রমিককে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। লিটন ভৌমিক কামাইছড়া বাগানের মধ্য লাইনের সাবেক গ্রাম পুলিশ আল্লাদ ভৌমিকের ছেলে।

মাদক সংক্রান্ত অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় মাদক সেবনের অভিযোগকে কেন্দ্র করে নিহত লিটনের সাথে বিসুন রবি দাসের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে বিসুন রবি দাস দা দিয়ে আঘাত করলে লিটন ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কামাইছড়া চা বাগান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষনিক ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যন শ্রী কুমার কৈরীর সহযোগিতায় স্থানীয়রা মৃত নারায়ন রবি দাসের ছেলে ঘাতক বিসুন রবি দাস (৫৫) ও তার ছেলে সঞ্জয় রবি দাস (২৩) কে আটক করে কামাইছড়া পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে দুইজন আটকের কথা জানান।