অতীত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৫, ৮:৩৪ অপরাহ্ন /
অতীত

জয়শ্রী মহান তালুকদার।।।

অতীত মানেই আমার কাছে
আমার ছেলেবেলা,
অতীত মানেই আমার কাছে
না বলা কথা বলা।

অতীত মানেই আমার কাছে
মায়ের মুখের হাসি,
অতীত মানেই আমার কাছে
কবিতা লিখতে শিখি।

অতীত মানেই মায়ের কোলে
ঘুমানো দুপুর বেলা,
অতীতে মানেই একসাথে
প্রাণ খুলে গান গাওয়া

অতীত মানেই ঘুড়ি উড়ানো
গোধূলি সন্ধ্যা বেলা
অতীত মানেই খোলা মাঠে
চড়ুই ভাতি খেলা।

অতীত আমার খেলার সাথী
একসাথে পথ চলা,
অতীত আমার মেঘলা দিনে
রবি ঠাকুরের গান গাওয়া।

অতীত আমার না বলা প্রেম
মিষ্টি একটি হাঁসি,
বুকের গহনে আজও সে বলে
তোমায় ভালোবাসি
শুধু তোমায় ভালোবাসি।।