নজরুল সেনা সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে কাজী নজরুলের জন্মজয়ন্তীতে র‌্যালি ও আলোচনা সভা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ২৬, ২০২২, ১২:১৩ পূর্বাহ্ন /
নজরুল সেনা সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে কাজী নজরুলের জন্মজয়ন্তীতে  র‌্যালি ও আলোচনা সভা

সিলেট প্রতিনিধিঃ
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মজয়ন্তীতে জাতীয় শিশু কিশোর কল্যাণ প্রতিষ্ঠান বাংলাদেশ নজরুল সেনা সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে বুধবার সকাল ১১টায় নগরীর কুমারপাড়াস্থ কাজী জালালী উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে র‌্যালি শেষে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জাতীয় শিশু কিশোর কল্যাণ প্রতিষ্ঠান বাংলাদেশ নজরুল সেনা সিলেট বিভাগীয় কমিটির আহবায়ক আমিনুর রহমান শিবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব মো: মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল খালিক, সহকারী প্রধান শিক্ষক মোর্শেদা রহমান চৌধুরী, সংগঠনের সদস্য ফিরোজা আক্তার, তানিয়া সুলতানা, এডভোকেট আব্দুল হাফিজ, মো:আলমগীর হোসেন, অধ্যক্ষ পান্না জান্নাত, সাখাওয়াত হোসেন, সেলিনা আক্তার প্রমুখ।