তেতুলিয়ায় ১৮৯ বোতল ফেসিডিলসহ এক যুবকে আটক করেছে র‍্যাব ১৩ নীলফামারী


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ১৩, ২০২২, ১২:১৫ পূর্বাহ্ন /
তেতুলিয়ায় ১৮৯  বোতল ফেসিডিলসহ এক যুবকে আটক করেছে   র‍্যাব ১৩ নীলফামারী

জেলা প্রতিনিধি পঞ্চগড়:

তেতুলিয়ায় র‍্যাবের গোপন অভিযানে বুধবার ১১ মে রাতে তেতুলিয়া শালবাহান রওশপুর এলাকা থেকে- তরিকুল (৩১)নামে এক মাদক ব্যবসাহী কে আটক করেছে ১৩ নীলফামারী র‍্যাবের একটি দল। এ সময়ে তাদের কাছ থেকে ১৮৯ বোতল ফেলসিডিল উদ্ধার করা হয়।

পুলিশ সুত্র জানায়, পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলা থানার ২ নংতিরনই- ইউপির রওশনপুর গ্রামের স্থানীয় বাসিন্দা পিতা আব্দুল জব্বার পুত্র। গত মঙ্গলবার রাতে১৩ র‍্যাবের নীলফামারী নেতৃত্বে এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এব্যাপারে মডেল থানার ওসি আবু সায়েম মিয়া সহিত যোগাযোগ করা হলে জানান, তেতুলিয়া মডেল থানার মামলা দায়ের করা হয়েছে -৮ তাং- ১০/০৫/২০২২, ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) ১৯(ক) রুজ্জু করা হয়। আসামিকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়