যশোরের বেনাপোল সহ ৫টি পৌরসভার মেয়াদ উত্তীর্ন হওয়ায় প্রশাসক নিয়োগ।


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২২, ১২:৫২ পূর্বাহ্ন /
যশোরের বেনাপোল সহ ৫টি পৌরসভার মেয়াদ উত্তীর্ন হওয়ায় প্রশাসক নিয়োগ।

আঃজলিল, স্টাফ রিপোর্টারঃ

বেনাপোল পৌরসভা সহ দেশের ৫টি পৌরসভায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর- শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

যশোরের বেনাপোল পৌরসভা সহ ৫টি পৌরসভার মেয়াদ উত্তীর্ন হওয়ায় সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

মেয়াদ উত্তীর্ন অন্য পৌরসভাগুলো হল, গোপালগঞ্জ পৌরসভা, ছেংগারচর পৌরসভা, পার্বতিপুর পৌরসভা ও মঠবাড়িয়া পৌরসভা।

বেনাপোল পৌরসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পালকে প্রশাসক হিসাবে নিয়োগ করেছে মন্ত্রাণালয়।

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ ও সংশ্লিষ্ট বিধি বিধান অনুযায়ী নিয়োগকৃত প্রশাসক উল্লেখিত স্ব-স্ব পৌরসভার সার্বিক দায়িত্ব ও কর্মকান্ড পালন করিবেন।