
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে তাকওয়া ও আত্মশুদ্ধি অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক এক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সুনামগঞ্জ শহরের পানশী রেষ্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ।
কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক, শান্তিগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা শায়খ আব্দুল বছির, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা নির্বাহী সভাপতি জনাব সাখাওত হোসেন মোহন, ইসলামি আন্দোলন সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা শহিদুল ইসলাম পলাশী, জেলা সহসভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুকন উদ্দিন, সহসাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ, অর্থ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক, কাঠইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি শামসুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা রমজান হোসাইন, মাওলানা আব্দুল বাসিত, মাওলানা হাফিজ তাহা হোসাইন প্রমূখ।
অনুষ্ঠানে কারাবন্দী মজলুম আলেমদের নিঃশর্ত মুক্তি দাবি জানিয়ে সুনামগঞ্জসহ ভাটি অঞ্চলের বোরো ফসল রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান।
আপনার মতামত লিখুন :