
ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট
সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলাধীন ছায়ার হাওরের ৮১নং পিআইসির বাঁধ ভেঙ্গে হাওরে পানি প্রবেশ করার দৃশ্যঃ উপজেলার বাহাড়া ইউনিয়ন পরিষদের সুখলাইন গ্রামের ফসল হারা কৃষক ডালিম কুমার দাসের কান্না। স্থানীয় লোকজন বলেছেন আজ সকালে অনুমান ৫-৪৫ মিনিটে বাঁধ টি ভেঙ্গে যায়।
আপনার মতামত লিখুন :