ডুবছে হাওর কাঁদছে কৃষক


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২২, ১২:৩৫ পূর্বাহ্ন /
ডুবছে হাওর কাঁদছে কৃষক

ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট

সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলাধীন ছায়ার হাওরের ৮১নং পিআইসির বাঁধ ভেঙ্গে হাওরে পানি প্রবেশ করার দৃশ্যঃ উপজেলার বাহাড়া ইউনিয়ন পরিষদের সুখলাইন গ্রামের ফসল হারা কৃষক ডালিম কুমার দাসের কান্না। স্থানীয় লোকজন বলেছেন আজ সকালে অনুমান ৫-৪৫ মিনিটে বাঁধ টি ভেঙ্গে যায়।