উপজেলা পরিষদে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত, অভিযোগ উপজেলা চেয়ারম্যানের বিপক্ষে


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২২, ১০:৫৭ অপরাহ্ন /
উপজেলা পরিষদে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত, অভিযোগ উপজেলা চেয়ারম্যানের বিপক্ষে

বড়লেখা প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদের বিরুদ্ধে দক্ষিণভাগ দক্ষিণ ইউপির চেয়ারম্যান আজির উদ্দিনকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে সোমবার দুপুরে এই ঘটনা ঘটে।

সোয়েব আহমদ বন ও পরিবেশ মন্ত্রী মো. শাহাবউদ্দিনের ভাগনে হওয়ার কারণে তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পাচ্ছেন না বলে উপজেলার ইউপি চেয়ারম্যানরা জানিয়েছেন।

ইউপি চেয়ারম্যান আজির উদ্দিনের অভিযোগ, সোমবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে সচিবের সঙ্গে তিনি আলাপ করছিলেন। এক পর্যায়ে তাকে নিজের কক্ষে ডেকে নেন চেয়ারম্যান সোয়েব আহমদ। সেখানে তাকে লাঞ্ছিত করেন উপজেলা চেয়ারম্যান।

আজির উদ্দিন জানান, ‘এক পর্যায়ে তিনি আমাকে মারার জন্য জুতা হাতে তেড়ে আসেন। সেখানে ভাইস চেয়ারম্যানসহ আরও দুইজন চেয়ারম্যান তাকে বাধা দেন।’

এই অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। তিনি বলেন, ‘সামান্য কথা কাটাকাটি হয়েছে আর কিছু হয়নি।’

ঘটনাস্থলে উপস্থিত এক ইউপি চেয়ারম্যান বলেন, ‘রাজস্বের টাকা নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে উপজেলা চেয়ারম্যানের আলোচনা চলছিল। এ নিয়ে আলাপের এক পর্যায়ে তিনি আজির উদ্দিনকে জুতা দিয়ে মারতে কয়েকবার উদ্যত হন। এর মধ্যে একবার মেরেছেনও।’

নাম প্রকাশ না করার শর্তে আরেকজন বলেন, ‘উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকাশে কথা বলার সাহস কারো নাই। তিনি চেয়াম্যান হওয়ার পর থেকেই রাজস্বের টাকা আটকে রেখেছেন। যে কথা বলবে সেই লাঞ্ছিত হবে। উপজেলা ভাইস চেয়ারম্যানসহ কয়েকজন ইউপি চেয়ারম্যান ও কর্মকর্তা-কর্মচারীর সামনে ইউপি চেয়ারম্যানকে জুতা দিয়ে পেটানো খুবই খারাপ কাজ।’