হবিগঞ্জে অনুদানের চেক বিতরণ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২২, ১১:৪৫ অপরাহ্ন /
হবিগঞ্জে  অনুদানের চেক বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে বেসামরিক প্রশাসনে চাকুরিরত অবস্থায় মৃত্যু বরণকারী সরকারি কর্মকর্তা কর্মচারির পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চেক বিতরণ করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা তৌফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, চাকুরিরত অবস্থায় কারো মৃত্যু হলে সে পরিবারটি যেন বিপর্যয়ে না পড়ে, সেজন্য সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে। পূর্বে এ অনুদানের পরিমাণ কম থাকলেও বর্তমান সরকার তা বাড়িয়ে ৮ লক্ষ টাকা করেছে।

শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত পরিবারের আবেদনের প্রেক্ষিতে এ অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে ২৩টি পরিবারের সদস্যকে ৮ লাখ এবং ১টি পরিবারকে ৫ লাখ টাকাসহ মোট ১ কোটি ৮৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়।