মাধবপুরে ভারতীয় গাঁজাসহ আটক ১


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২২, ১২:৩০ পূর্বাহ্ন /
মাধবপুরে ভারতীয় গাঁজাসহ আটক ১

হবিগঞ্জ প্রতিনিধি॥

মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর ইউনিয়নের হরষপুর সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১১ কেজি ভারতীয় গাঁজাসহ জাহেদ হোসেন (২৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ৩নং বাজার এলাকার আলী আকবরের ছেলে।

বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ ফেরদৌস কবীর পিএসসি জানান-  বুধবার সকালে ধর্মঘর কোম্পানী সদরের নায়েক সুবেদার একে এম ফজলুল হক এর নেতৃত্ব বিজিবির টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে অভিনব কায়দায় ভারতীয় গাঁজা পাচার কালে তাকে আটক করে। এ সময় তার কাছে রক্ষিত মোড়ানো ২৪টি প্যাকেটে সাড়ে ১১ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেন। ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।