সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন, থানায় জিডি
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২২, ১২:১৭ পূর্বাহ্ন /
০
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় বেসরকারি টেলিভিশন আরটিভির জেলা প্রতিনিধি শহীদনূর আহমেদকে প্রাণ নাশের হুমকি দিয়েছেন যুবলীগ ও ছাত্রলীগ নেতারা। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন ওই সাংবাদিক।
শহীদনূর জানান, সম্প্রতি সুনামগঞ্জের বিভিন্ন হাওরের ফলস রক্ষা বাঁধের কাজে অনিয়মের ফলে ফসলহানি ঘটনা ঘটে। অনিয়ম দুর্নীতি নিয়ে সংবাদ প্রচার করেন আরটিভির সুনামগঞ্জ তিনি। সোমবার রাতে শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমেদ তাকে ফোন করে জানতে চান, হাওরের দুর্নীতিতে ছাত্রলীগকে কেন জড়ানো হয়েছে। আলাপের একপর্যায়ে উত্তেজিত নাইম তাকে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেন। এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে পরিণাম খুবই খারাপ বলেও জানান ধমকান তিনি।
এর পর মঙ্গলবার দুপুরে একই কারণে ফোন দিয়ে ওই সাংবাদিককে অকথ্যভাষায় গালিগালাজের পাশাপাশি তাকে দেখে নেয়ার হুমকি দেন শান্তিগঞ্জ উপজেলা যুবলীগের নেতা মতিউর রহমান মতি।।
এরই প্রতিবাদে সুনামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। বুধবার দুপুরে সুনামগঞ্জ আলফাত উদ্দিন স্ক্য়ারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি বিজন সেন রায়, প্রেস ক্লাব’র সাধারণ সম্পাদক, দৈনিক সুনামগঞ্জ’র ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক, অধ্যক্ষ শেরগুল আহমেদ, সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, সাংবাদিক জসিম উদ্দিন, কুদরত পাশা প্রমুখ। এ সসময় উপস্হিত ছিলেন
যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি পীর মাহবুবুর রহমান, দৈনিক যায়যায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি ঝুনু, চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল, বিজয় টিভি’র জেলা প্রতিনিধি অরুণ চক্রবর্তী, প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও গণমুক্তি জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, প্রেসক্লাবের নির্বাহী সদস্য আনোয়ারুল হক, সাংবাদিক মানব তালুকদার, ফরিদ মিয়, সাংবাদিক শামসুল কাদির মিসবাহ, একুশে টিভি প্রতিনিধি আব্দুস সালাম, বৈশাখী টিভি জেলা প্রতিনিধি কর্ণ বাবু, সুলেমান কবির, দৈনিক স্বাধীন বাংলার জেলা প্রতিনিধি মো. বাবুল মিয়া প্রমুখ। মানব বন্ধনে দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান তারা।
আপনার মতামত লিখুন :