চিনি চুন হাইড্রোজ ফিটকিরি ডালডায় তৈরি হচ্ছে গুড়!


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২২, ১২:১৯ পূর্বাহ্ন /
চিনি চুন হাইড্রোজ ফিটকিরি ডালডায় তৈরি হচ্ছে গুড়!

ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট

রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়া গ্রামে জেলা ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪৫০ কেজি ভেজাল গুড়সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা চিনি চুন হাইড্রোজ ফিটকিরি ডালডা ও বিষাক্ত কেমিক্যাল দিয়ে গুড় তৈরি করতেন।

বৃহস্পতিবার সকালে গ্রেফতার দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত কয়েক বছর থেকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়া গ্রামের মৃত আবদুস সুবান আলীর ছেলে রকসেদ আলী ও এমাজ উদ্দিনের ছেলে পিয়ার উদ্দিন লালন অতি লাভের আশায় নিম্নমানের চিনি, মোনালিসা, নানা রকম কেমিক্যাল, চুন, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা, আটা ব্যবহার করে ভেজাল গুড় তৈরি করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে জেলা ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ৪৫০ কেজি ভেজাল গুড় জব্দ করে।

এ সময় রকসেদ আলী ও পিয়ার উদ্দিন লালনকে গ্রেফতার করা হয়েছে। পরে বিকেলে জেলা ডিবি পুলিশের পরিদর্শক রুহুল আমিন বাদী হয়ে বাঘা থানায় একটি মামলা দায়ের করেন। পরে গুড়ের নমুনা রেখে সব ধ্বংস করা হয়েছে।

বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে তিনজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার দুইজনকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিকে গ্রেফতার অভিযান চলছে।