মাধবপুরে ২০টি ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২২, ১১:৩১ অপরাহ্ন /
মাধবপুরে ২০টি ব্যবসা প্রতিষ্টানকে  জরিমানা

নূরুজ্জামান ফারুকী  হবিগঞ্জ  প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে ভোক্তা অধিকার আইনে ২০ টি ব্যবসা প্রতিষ্টানের মালিককে ১ লক্ষ ১২ হাজার ২ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার(৩১ মার্চ)  দুপুরে উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন মাধবপুর পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় ওজনে কম দেওয়া, পন্যের অতিরিক্ত দাম রাখা, রাস্তা বন্ধ করে ব্যবসা প্রতিষ্টান পরিচালনা করার অপরাধে ২০ টি ব্যবসা প্রতিষ্টানের মালিককে অর্থদণ্ড প্রদান করেন। ওই ২০ টি ব্যবসা প্রতিষ্টানের মালিককে ১ লক্ষ ১২ হাজার ২ শত টাকা জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- থানার এসআই অনিক দেব সহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।