মঈনুদ্দীন শাহীন কক্সবাজার থেকে
কক্সবাজারের উখিয়ার বালুখালী পানবাজার এলাকাতে অভিযান চালিয়ে ১লক্ষ ৫০হাজার পিস ইয়াবাসহ ১জন মাদকারবারীকে আটক করেছে র্যাব-১৫।
আজ (২৭মার্চ ২০২২) র্যাব-১৫ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কক্সবাজারে উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ বালুখালী পানবাজার এর দক্ষিণ পার্শ্বে ফ্রেন্ডশিপ হাসপাতাল সংলগ্ন কক্সবাজার-টেকনাফ সড়কের পাশে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি সুকৌশলী আভিযানিক দল আনুমানিক দুপুর ১টার দিকে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে, একজন মাদক কারবারী ১টি প্লাস্টিকের বস্তা কাঁধ থেকে ফেলে দিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে র্যাব তাকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তি পালংখালী উত্তর রহমতের বিলের মৃত আশরাফ মিয়ার ছেলে মোঃ শাহজাহান (৩১)। ধৃত ব্যক্তিকে পালানোর কারণ জানতে চাইলে সে স্বীকার করে যে, তার হেফাজতে থাকা বস্তায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট রয়েছে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ১লক্ষ ৫০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন র্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :