বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশে ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল ও গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে মানববন্ধন করেছে নিরাপদ বাংলাদেশ চাই নামক একটি সংগঠন।
গত ১৪ মার্চ সোমবার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে গনজমায়েত হয়ে কালো বেইস ধারন করে মৌন মিছিল সহকারে লন্ডন বিবিসি অফিসের সামনে গিয়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুসলিম খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তাহমিদ হোসেন খান ও সহ-সাধারণ সম্পাদক আরিফ আহমদ এর যৌথ পরিচালনায় মৌন মিছিল ও মানববন্ধনের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা বিএনপি সহসভাপতি আশিকুর রহমান আশিক। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিগত জোট সরকারের রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব ও সাপ্তাহিক সুরমা পত্রিকার সম্পাদক শামসুল আলম লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সাবেক নির্বাহী সম্পাদক অলি উল্লাহ নোমান, এনবিসি ইউকের সহ-সভাপতি মো. আসয়াদুল হক। বক্তব্য রাখেন আলী হোসাইন, সৈয়দ মোজাক্কির আহমদ, করিম মিয়া, মো. আবু তাহের, মো. তরিকুল ইসলাম, মোর্শেদ আহমদ খান।
সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ ডিজিটাল আইন তৈরি করে বাক স্বাধীনতা হরণ করেছে। এই কালো আইন তৈরি করে ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় টিকে আছে। ডিজিটাল সিকিউরিটি আইন হল শেখ হাসিনা সরকারের আমলে সবথেকে নিকৃষ্ট কালো আইন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন এবাদুর রহমান, শফিউল আরফিন জুনেদ, মো. আমিনুর রহমান, মো. সৈয়দুল ইসলাম, রফিক আহমদ, ইসলাম উদ্দীন, সাহেল আহমদ, মঈনুল ইসলাম ও সায়েম আহমদ প্রমুখ।
আপনার মতামত লিখুন :