তেতুলিয়ায় ইউএনও অফিসের সামনে পাথর উত্তোলন শ্রমিকদের অবস্থান ধর্মঘট কর্মসূচি -পালিত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২২, ১২:১৮ পূর্বাহ্ন /
তেতুলিয়ায় ইউএনও অফিসের সামনে পাথর উত্তোলন  শ্রমিকদের অবস্থান ধর্মঘট  কর্মসূচি -পালিত

খাদেমুল ইসলাম তেতুলিয়া থেকে

তেতুলিয়ায় ডাকবাংলো পিকনিক কর্নার থেকে তেতুলিয়া পুরাতন বাজার পর্যন্ত মহানন্দা নদীতে পাথর উত্তোলনকারী শ্রমিকেরা বুধবার সকাল ১০ টা থেকে– দুপুর পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে আসছে, উপজেলা পরিষদের সামনে এ ধর্মঘট কর্মসূচীতে ,শত শত পাথর শ্রমিকেরা,অংশ নিয়ে অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন করে।

এ ঘটনা কেন্দ্র করে উপজেলা প্রশাসন বুধবারে সকালে আইন শৃঙ্খলা রক্ষায় ইউএনও কার্যালয়ে পুলিশ মোতায়েন করেছেন বলে জানাযায় । পাথর বালি শ্রমিক নেতা সাধারন সম্পাাদক তোহিন জানান,সমাধান না হলে পরবর্তী নতুন কর্মসূচি দেওয়া হবে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সুত্রে জানাগেছে,মহানন্দা নদীর ভাংগন থেকে বাংলাদেশী ভু-খন্ড সরকারী সম্পদ ও ঝুকিপুর্ন স্থাপনা রক্ষার্থে তেতুলিয়া ইউনিয়নের পুরাতন বাজারস্থ শিবমন্দির হতে পিকনিক কর্নার ডাকবাংলো পর্যস্ত মহানন্দা নদী হতে পাথর বালি উত্তোলন নিয়ন্ত্রন অভিযান পরিচালনা করার লক্ষে চার সদস্যে টাস্কফোর্স গঠন করা হয়। গঠিত এ টাস্কফোর্স টিম সকালে মহানন্দা নদীতে একটি অভিযান পরিচালনা করেন। এতে নদীতে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে
নিষেধাজ্ঞা জারী করেন।