মোবাইল ফোন ও টাকা না দেওয়ায় খুন হন শরীফুল


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২২, ১২:১১ পূর্বাহ্ন /
মোবাইল ফোন ও টাকা না দেওয়ায় খুন হন শরীফুল

ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট

গাজীপুর মেট্রোপলিটন বাসন এলাকায় গার্মেন্টস কর্মী শরিফুল ইসলাম হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত তিন আসামিকে গ্রেফতার করেছে পিবিআই সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো- শেরপুর জেলার তেতুলতলা এলাকার মৃত আজগর আলীর ছেলে শাজাহান আলী (২৪), জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানা এলাকার মিয়াপাড়া মৃত নূও মোহাম্মদের ছেলে রাজিব হোসেন (২১) ও মহানগরের পশ্চিম দিঘীরচালা এলাকার সাইফুল ইসলামের ছেলে আলামিন (২৭)।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান ঘটনার বিবরণে জানান, ২০২০ সালে ১৯ ডিসেম্বর গাজীপুর থেকে শরিফুল ইসলাম তার শ্বশুরবাড়ি বগুড়ার শেরপুর থানার দুবলাগাড়ি এলাকায় বেড়াতে যায়। পরদিন রাতে রওনা হয়ে ভোর ৬টার দিকে গাজীপুরে পৌঁছানোর কথা ছিল। কিন্তু ২১ ডিসেম্বর সকাল ৮টার দিকে বাসন থানা পুলিশ দিঘিরচালা এলাকার সেবা হাসপাতালের পেছন থেকে শরিফুল ইসলামের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে বাসন থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে বাসন থানার মামলা রজু হয়।

মামলাটির রহস্য উদঘাটনে পিবিআই গাজীপুর তদন্ত করে জানতে পারে গ্রেফতারকৃত আসামি শাজাহান, রাজিব ও আলামিন ২০২০ সালের ২১ ডিসেম্বর রাত ১টা-দেড়টার দিকে ভাওয়াল কলেজের দিঘীর উত্তর পাড়ে বসে আড্ডা এবং গাঁজা সেবন করছিল। তখন তাদের একজন বলে তার হাতে টাকা পয়সা নেই চল সবাই মিলে ছিনতাই করি।

পরে তারা ভাওয়াল কলেজের সামনের রাস্তায় এসে ২-৩টা ছিনতাই সংঘটিত করে এবং রাত অনুমান ৪টা থেকে সাড়ে ৫টার দিকে একটি অটোযোগে শরিফুল ইসলাম গাজীপুর চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। তখন আসামিরা শরিফুল ইসলামকে বহনকারী অটোটি থামায় এবং মোবাইল ও টাকা-পয়সা নেওয়ার চেষ্টা করে। তখন শরীফুল এক ছিনতাইকারীকে ধাক্কা দিয়ে রাস্তার অপরদিক দিয়ে দৌড়ে সেবা হাসপাতালের দিকে চলে যায়।

এ সময় আসামিরা ভিকটিমের পেছন পেছন দৌড়ে সেবা হাসপাতালের সামনে গিয়ে তাকে ধরে গামছা দিয়ে মুখ চেপে সেবা হাসপাতালের পেছনে নিয়া যায় এবং এ সময় শরীফুল তার মোবাইল ফোন ও টাকা দিতে না চাওয়ায় ছিনতাইকারীরা চাকু দিয়ে শরীফুলের পিঠে ও পায়ে আঘাত করে সব ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।