তেতুলিয়ায় অবৈধ ভাবে দুটি তালগাছ কর্তন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২২, ১২:৩৩ পূর্বাহ্ন /
তেতুলিয়ায় অবৈধ ভাবে দুটি তালগাছ কর্তন

খাদেমুল ইসলাম তেতুলিয়া থেকে

তেতুলিয়ায় রনচন্ডি পিঠাখাওয়া এলজিইডি সড়ককের পাশে অবৈধ ভাবে দুটি মূল্যবান তালগাছ কর্তনে ২ নং ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

জেলা পর্যায়ে যেখানে বজ্রপাতে মানুষের মৃত্যু কমানোর জন্য দেশব্যাপী ১০ লাখ তালগাছ লাগানো প্রকল্প গ্রহন করা হয়েছে সেখানে একজন ইউপি চেয়ারম্যান কি করে দুটি তালগাছ কর্তন করেন এমন প্রশ্ন উঠেছে সবার মনে।

অভিজ্ঞ পরিবেশবিদ বলেছেন,বজ্রপাত যেহেতু সাধারণত উঁচু কোন কিছুতে আঘাত করে, সেজন্য উঁচু গাছ হিসেবে তালগাছকেই তারা বেছে নিয়েছেন বজ্রপাত ঠেকানোর জন্য। তাদের ভাষায় বজ্রপাতে মৃত্যু ঠেকানোর জন্য এটাই সবচেয়ে কার্যকর স্থানীয় প্রযুক্তি।

গত কয়েক বছর ধরে বজ্রপাতে মানুষের মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় এনিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গত বছর বাংলাদেশে বজ্রপাতে প্রায় ২শত মানুষ মারা যায়। বজ্রপাতে প্রচুর গবাদি পশুরও মৃত্যুর ঘটনা ঘটছে। তালগাছ কর্তনের ঘটনাটি তেতুলিয়ায় তিরনই- হাট অন্তর্গত রনচন্ডি এলজিইডি জিসি সড়কের -পিঠাখাওয়া গ্রামের ঐতিহ্যবাহী শত বছরের পুরাতন দুটি তালগাছ শোভা পাচ্ছিলো।রাস্তা পাশে রবিবার সকালে বিদ্যুতের লাইন নির্মানে বাধা মনে করে কর্তন করা হয়েছে। পিঠাখাওয়া গ্রামের আকরাম হোসেন অভিযোগ করে জানান,তার বাবা বড় আশা করে তালগাছ দুইটি রোপন করেছিলেন, বাধা প্রদান করলেও চেয়ারম্যান সাহেবআলমগীর হোসেন কথা শুনেনি। তালগাছ অবৈধ ভাবে কর্তন করেছেন বলে জানিছেন।

এ ব্যাপানে রনচন্ডি বাজারে ব্যবসাহী আলমগীর জানান কি সুন্দর ছিলো দুটি তালগাছ। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সহিত ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি জরুরি ভাবে দেখবেন।