রাজনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা সভা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ১০, ২০২২, ১১:৫৭ অপরাহ্ন /
রাজনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা সভা

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজারের রাজনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় জনসচেতনতা মূলক র‍্যালি করা হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথিরি বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) মুক্তি চক্রবর্তী। পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী খানের স ালনায় এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) বাবুল সূত্রধর, রাজনগর সরকারী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শাহানারা রুবি, মেডিকেল অফিসার টমাস দে টিটু, রাজনগর থানার উপপরিদর্শক পরিতোষ পাল, সহকারী শিক্ষা অফিসার কাজী নাদিমুল হক, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আলী হোসেন, সাংবাদিক মো. ফরহাদ হোসেন, আহমদউর রহমান ইমরান সহ পুলিশ, ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যবৃন্দ।