কমলগঞ্জে মণিপুরি থিয়েটারের ‘কহে বীরাঙ্গনা’র ৯০তম প্রদর্শনী অনুষ্ঠিত
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : মার্চ ৯, ২০২২, ১১:৫২ অপরাহ্ন /
০
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা নটম-পে মণিপুরি থিয়েটারের প্রযোজনায় আন্তর্জাতিক নারী দিবসে ‘কহে বীরাঙ্গনা’র ৯০তম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার রাত পৌনে ৮টায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন কবি ও নাট্যকার শুভাশিস সিনহা। নাটকটি এর আগে দেশে ও দেশের বাইরে অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে।
মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ রূপায়িত নাটকটিতে চারটি পর্বে চার পৌরাণিক নারী শকুন্তলা, দ্রৌপদী, দুঃশলা ও জনা-র বিরহ, প্রেমজনিত ঈর্ষা, ক্ষমা ও প্রতিশোধস্পৃহার বহুমাত্রিক রূপ প্রকাশ করা হয়েছে। এক ঘণ্টার নাটকটিতে একক অভিনয় করেছেন এ সময়ের সেরা মঞ্চ অভিনেত্রী জ্যোতি সিনহা। সংগীত করেন শর্মিলা সিনহা। বাদ্যে ছিলেন বিধান সিংহ, উজ্জ্বল ও অঞ্জনা। মঞ্চে ম্দ্রুা শিল্পী হিসেবে ছিলেন অরুণা, সূচনা, আশা, অর্থী, সোমা, শ্যামলী।
মণিপুরি থিয়েটারের ঘোড়ামারা নটম-পে পরিবেশিত ‘কহে বীরাঙ্গনা’র ৯০তম প্রদর্শনী দেখে মুগ্ধ হয়ে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, আব্দুুল গফুর চৌধুরী মহিলা কলেজের প্রভাষক রাবেয়া খাতুন প্রমুখ।
আপনার মতামত লিখুন :