বানিয়াচংয়ে মাদকসহ ৬ আসামী গ্রেফতার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ৬, ২০২২, ১২:২২ পূর্বাহ্ন /
বানিয়াচংয়ে মাদকসহ ৬ আসামী গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি॥

হবিগঞ্জ জেলার বানিয়াচং থানা পুলিশের অভিযানে একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কর্তৃক ৪৫০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ তৈরীর উপকরণসহ ৬ জন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, জেলার বানিয়াচং উপজেলার মকা (আয়লাকান্দি) গ্রামের বাসিন্দা গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী কবির মিয়া (৫৭), নুরুদ্দিন (৫৯), জালাল মিয়া (৫০), সাদিক মিয়া (২৬), নিয়মিত মামলার পলাতক আসামী ছিলাপাঞ্জা গ্রামের মোঃ আতাউর রহমান (৩০) ও মাদক মামলার আসামী যাত্রাপাশা গ্রামের গোপাল রবিদাস (২২)।  শুক্রবার দুপুরে আসামীদেরকে কোর্টে প্রেরণ করা হয়।

এর আগে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন দিক-নির্দেশনায় এসআই সন্তোষ চৌধুরী, এসআই মাহামুদুল হক, এএসআই হারুন অর রশিদ, এএসআই মোহাম্মদ সুরমান আলীসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে ৫ জন গ্রেফতার হয়।

অপরদিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কর্তৃক উপজেলার যাত্রাপাশায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী গোপাল রবিদাসকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ৪৫০ লিটার চোলাই মদ।