হবিগঞ্জে মৃত্যুর তিন মাস পর কবর থেকে কিশোরীর লাশ উত্তোলন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ২, ২০২২, ১২:৪২ পূর্বাহ্ন /
হবিগঞ্জে মৃত্যুর তিন মাস পর কবর থেকে কিশোরীর লাশ উত্তোলন

হবিগঞ্জ  প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের সুলতানপুর গ্রামের একটি কবর থেকে আদালতের নির্দেশে সাড়ে ৩ মাস পর এক কিশোরীর লাশ উত্তোলন করেছে। সোমবার(২৮ ফেব্রুয়ারি)  দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন এর উপস্থিতিতে মাধবপুর থানা পুলিশ কিশোরী সুলতানা আক্তারের মরদেহ উত্তোলন করে।

কিশোরী সুলতানা আক্তার সুলতানপুর গ্রামের শহীদ মিয়ার মেয়ে।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, কিশোরী সুলতানা আক্তার মারা যাওয়ার ২ মাস পরে তার পিতা শহীদ মিয়া হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আদালতে সুলতানপুর গ্রামের ৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মাধবপুর থানায় মামলাটি এফআইআরভুক্ত করে অনুসন্ধান কাজ শুরু করে।

তিনি বলেন, মৃত্যুর পর নিহত কিশোরীর মরদেহ বিনা ময়নাতদন্তে দাফন করায় আদালতের নির্দেশে সোমবার দুপুরে ম্যাজিষ্ট্রেট এর উপস্থিতিতে কিশোরীর মরদেহ উত্তোলন করা হয়। মৃত্যুর সঠিক কারন নির্ণয় করতে কবর থেকে লাশ উত্তোলন করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।