ঝালকাঠিতে কালেক্টর সহকারী সমিতির কর্ম বিরতি


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ২, ২০২২, ১২:৪০ পূর্বাহ্ন /
ঝালকাঠিতে কালেক্টর সহকারী সমিতির কর্ম বিরতি

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করণের দাবিতে বাংলাদেশ কালেক্টর সহকারী সমিতি রাজাপুর উপজেলা শাখার কর্ম বিরতি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের জন্য এ বিরতি পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কালেক্টর সমিতির রাজাপুর উপজেলা শাখার সভাপতি চিত্তরঞ্জন সরকার, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, কোষ্যাধক্ষ্য মো. আবুল বাসার, দপ্তর সম্পাদক মো. মজিবর রহমান প্রমূখ।

তারা জানায়, তাদের কেন্দ্রীয় কমিটির কর্মসূচি অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য তারা কর্ম বিরতি শুরু করেছেন। পরবর্তীতে কেন্দ্র থেকে যেই নির্দেশ আসবে তাও তারা বাস্তবায়ন করবেন।