মৌলভীবাজার প্রতিনিধি: শিক্ষার গুণগত মান উন্নয়ন ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের করণীয় নির্ধারণে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম (বাবেশিকফো) মৌলভীবাজার জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। ২৩ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় শহরের কোর্ট রোডস্থ গার্লস গাইড মিলনায়তনে মহলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খালিছুর রহমানের সভাপতিত্বে ও হাফিজা খাতুন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মাধুরী মজুমদার এর সঞ্চালনায় শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বিলকিস আক্তার, লক্ষীকান্ত দেব, শ্যামলী রানী ছন্দ, তৈয়ব আলী মীর, সিবগাত উল্লাহ এরশাদ, দীপক দত্ত, শ্যামল চন্দ্র দাস, ব্রজ গোপাল দত্ত মুস্তাকিম মিয়া প্রমুখ।
আরো পড়ুনঃ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অনুমোদন বিহীন প্রোগ্রামে ভর্তির ব্যাপারে ইউজিসির সতর্কতা
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আনোয়ার হোসেন। অনুষ্ঠান শেষে মোস্তাকিম মিয়া কে সভাপতি, আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক ও সিবগাত উল্লাহ এরশাদকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়।
মন্তব্য করুন